MODDOH BHUTER DIA HIGH SCHOOL

মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100413
SCROLLING TEXT

At a glance

এক নজরে শিক্ষা প্রতিষ্ঠান

 

মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া গ্রামে অবস্থিত। এটি ১৯৮৯ ইং সনে প্রতিষ্ঠিত হয়। স্কুলটির সর্ব কাজ জনাব জননেতা রাশেদ খান মেনন , বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ এম. এ গফুর মোঃ সিরাজ উদ্দিন আহম্মেদ , সচিব , বাংলাদেশ শিক্ষা মন্ত্রাণালয় (অবঃ) অধ্যক্ষ মোঃ মোকতার হোসেইন , অধ্যক্ষ মোঃ নজিবুল হক আনসারী ও মোঃ মোসলেম উদ্দীন মাস্টারের সার্বিক সহযোগিতায় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি ১৯৮৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এটি বাবুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। অত্র বিদ্যালয়টিতে ১টি একতলা পাকা ভবন ও একটি কাঁচা ঘর নিয়ে সুষ্ঠ‍ুভাবে ক্লাস পরিচালনা করে আসছে। বর্তমানে ১০ জন শিক্ষক-শিক্ষিকা , ০১ জন তৃতীয় শ্রেণী কর্মচারী এবং ০৫ জন চতুর্থ শ্রেণী কর্মচারী কর্মরত আছেন।

 
* অর্জন -- বিগত বছরের ফলাফল সন্তোষজনক। এখান থেকে প্রতি বছর সুনাগরিক ও দক্ষ জনশক্তি বের হচ্ছে। 

 
* ভবিষ্যৎ পরিকল্পনা -- শিক্ষার মান উন্নয়ন , ফলাফল শতভাগে উন্নীতকরন , শিক্ষার্থী ঝরে পড়া রোধকরন , জিপিএ ৫.০০ এর সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা। অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের পরিকল্পনা।

Download Center


Routine


Office Order


Download Center