ইতিহাস
বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া গ্রামে মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। ১৯৮৯ থ্রীস্টাব্দে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিরবর্গ অত্র এলাকার শিক্ষা বঞ্চিত এবং পিছিয়ে পড়া নার সমাজের কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। অত্র এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৯৩ তারিখ থেকে উপ-পরিচালক , বরিশাল অঞ্চল , বরিশাল থেকে নিন্ম মাধ্যমিক হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/২০০২ ইং তারিখে বারিশাল বোর্ড থেকে মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয় এবং ০১/০১/১৯৯৫ ইং তারিথ থেকেই প্রথম এমপিও ভূক্তি হওয়ার সৌভাগ্য লাভ করেন। ২০০০ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। বর্তমানে ১০ জন শিক্ষক-শিক্ষিকা , ০১ জন তৃতীয় শ্রেণী কর্মচারী এবং ০৫ জন চতুর্থ শ্রেণী কর্মচারী কর্মরত আছেন।